আল্লাহ্ এর অসাধারন ৯৯ টি নাম ভাসবে আপনার ব্লগার ব্লগে !

Rocky
0

بِسْــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
আসসালামু আলাইকুম বন্ধুরা , আজকে আমি আপনাদের সঙ্গে ব্লগার বিষয়ক টিপস দেবো ঠিকি কিন্তু টপিক হবে প্রিয় আল্লাহ্‌ এর ৯৯ অসাধারন নাম নিয়ে । আর মাত্র কয়েকদিন পরেই আসছে পবিত্র ঈদ আর এখুন রমযান মাস তাই আপনাদের সঙ্গে ইসলাম বিষয়ক ব্লগার নিয়ে কিছু শেয়ার করার ইচ্ছে আছে এবং হাতে কিছু টিপসও আছে কিন্তু সময় এর কারনে পোস্ট করা হচ্ছে না যাই হোক আসতে আসতে ঈদ এর মধ্যে সব পোস্ট করবো ইন্সাআল্লাহ্‌ । তাহলে নিচে থেকে দেখুন ওয়েডগেট টি আপনার পছন্দ হয় কিনা আমি অবশ্যই আশাবাদী আপনাদের পছন্দ হবে এবং সবাই নিজ নিজ ব্লগে এই বিশেষ কিছু দিন এর জিনিসটি নিজ নিজ ব্লগে ব্যবহার করবেন । তাহলে চলুন শুরু করা যাক ।








ডেমো দেখতে চাইলে উপরের ডেমো বাটনে ক্লিক করুন বা নিচে থেকে লাইভ ডেমো দেখেনিন আসাকরি আপনাদের পছন্দ হয়েছে যদি মনে করেন আপনার ব্লগে ব্যবহার করবেন তাহলে নিচে থেকে দেখেনিন কিভাবে আপনার ব্লগে ব্যবহার করবেন ।


আল্লাহ্ এর অসাধারন ৯৯ টি কিভাবে যুক্ত করবেন !


প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন এবং Add a Gadget এ ক্লিক করুন নতুন পেজ আসবে সেখান থেকে HTML/Javascript এ ক্লিক করুন এবং নিচের কোড গুল সেখানে বসিয়ে দিন  ।


আল্লাহ্ এর অসাধারন ৯৯ টি নাম ভাসবে আপনার ব্লগার ব্লগে !


 <div style="margin:0px auto;text-align:center;width:221px;height:250px;"><embed src="http://widgets.al-habib.info/images/Protected_islamic-widget-asmaulhusna-01b_wpd.swf" width="221" height="250" flashvars="col1=e18f32&col2=59ba1f&col3=005500&dur=3000" swliveconnect="true" quality="autohigh" loop="false" menu="false" wmode="transparent" allowScriptAccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.adobe.com/go/getflashplayer" /><br /><img style="visibility:hidden;width:0px;height:0px;" border=0 width=0 height=0 src="http://widgets.al-habib.info/images/blank.gif?_alhacid=1436780439058"></div>


সব শেষ সেভ করে বেরিয়ে আসুন এবং আপনার ব্লগ ভিজিট করুন আশাকরি কাজটি করতে আপনি সঠিক ভাবে সফল হয়েছেন কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন । পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্ট করেও জানাতে পারেন ।  :) 


Post a Comment

0 Comments
Post a Comment (0)