ব্লগার ব্লগের পোস্ট কে ফেসবুক প্রোফাইলে অটোমেটিক শেয়ার করে দিন খুব সহজে।

Rocky
1 minute read
0

অনেকদিন পর পোস্ট লিখছি বন্ধুরা। হয়তোবা আমাকে আপনারা মনে রেখেছেন বা রেখেছেন কিনা জানিনা। অনেক দিন ব্লগ লিখি না। হাত টাও স্লো হয়ে গেসে। যাই হোক ব্লগ জিনিসটাকে কেমন যানি ছারতে পারি না আর ছারতে চাইও না। যাই হোক না কেনো আজকের টপিক এ যাই চলুন। টপিক টা আমি লিখছি আমাদের ব্লগের ফেসবুক গ্রুপে  এই বিষয়ে হেল্প চাওয়া হয়েছে তাই। হেল্পটি চাওয়ার পরে তা গ্রুপে সাড়াও ফেলে দিয়েছে। তাই লিখছি। ব্লগার এর সাথে ফেসবুক কানেক্ট এর জন্য যাতে করে আপনি আপনার ব্লগের নতুন পোস্ট গুলি ফেসবুক প্রোফাইলে অটো সেভ করতে পারেন। এটা খুবি সহজ একটা পদ্ধতি। সব গুলো স্টেপ ভালো ভাবে দেখলেই বুঝতে পারবেন। আর করতেও পারবেন। তাহলে আসুন শুরু করি।

যেভাবে ব্লগারের পোস্ট কে ফেসবুকে অটো শেয়ার করবেনঃ

আগেই বলেছি  সব গুলো স্টেপ ভালো ভাবে দেখলেই বুঝতে পারবেন। আর করতেও পারবেন।

  • প্রথমে এই লিঙ্ক টি তে ক্লিক করে প্রবেশ করুন। https://ifttt.com/
  • এবার উপরে সাইন আপ বাটোনে ক্লিক করুন। নীচের মতঃ

  • এবার আপনার ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপটি পূর্ণ করুন। 

  • তো এবার একটা ছোট স্টেপ দেখাবে সেটাকে পূরন করুন। (কারনবসত স্টেপ টির স্ক্রীন শট নিতে পারিনি।) তবে সম্ভবত নীচের মত হবে।

  • তো এখন ত হল। এবার কিছু এপস আপনাকে লাইক করতে হবে বা এমন কিছু এপস বাছাই করুন যার সাথে আপনার কাজের নমুনা রয়েছে।

  • এবার My Recipes এ যান। Create Recipe ক্লিক করুন।
  • এবার নীচের মত দেখাবে।
  • this এ ক্লিক করে Blogger লিখে সার্চ দেন আর that এ ক্লিক করে ফেসবুক লিখে সার্চ দেন ও দুইটাই কানেক্ট করে ফেলুন।

  • এবার Recipe Title এ রিসিপ টার নাম দিয়ে Create Recipe এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল। এবার আপনার পোস্ট অটো ফেসবুক এ শেয়ার হয়ে যাবে। 

আজ এই পর্জন্তই। কোনো প্রব্লেম ফেস করলে নীচে কমেন্ট করুন। আর পছন্দ হলে সামাজিক মাধ্যম গুলতে শেয়ার করুন।






Post a Comment

0 Comments
Post a Comment (0)